এফএনএস স্পোর্টস: ৩৬ বছরের অপেক্ষার প্রহর পেরিয়ে কাতারের মাটিতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। অথচ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হারতে হয়েছিলো লিওনেল মেসির দলকে। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বে বেশ শোরগোল তুলে দিয়েছিলো সৌদি আরব। মরুর দেশটির এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো দলটির ফরাসি কোচ হার্ভে রেনার্ডের। বিশ্বকাপের এতোদিন পর সৌদি আরবের দায়িত্ব ছেড়েছেন হার্ভে রেনার্ড। জানা গেছে ফ্রান্সের দায়িত্ব নিতেই সৌদি আরবের কোচের পদ ছেড়েছেন বিশ্বকাপে সাড়া জাগানো এই কোচ। রেনার্ড ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন মানে এই নয় যে দিদিয়ের দেশ্যমকে বাদ দিয়ে তাকে নিয়োগ দেবে ফ্রান্স ফুটবল ফেডারেশন। আসলে ফ্রান্স নারী ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রেনার্ড। সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হার্ভে রেনার্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই চুক্তি শেষ করতে যাচ্ছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। একইসঙ্গে তার পরবর্তী কর্মস্থলেও তার সাফল্য কামনা করা হচ্ছে। সৌদি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের আল মিশাল বলেন, ‘সে (রেনার্ড) তার দেশ থেকেই একটি প্রস্তাব পেয়েছে এবং আশা করছেন, সুযোগটা গ্রহণ করার জন্য। আমরা বর্তমান আন্তর্জাতিক বিরতির চারদিন আগেই এটা জেনেছি ফ্রান্স ফুটবল ফেডারেশনের একটি মেইল থেকে। এরপর আমরা বোর্ড মেম্বারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি তার এই অনুরোধটা গ্রহণ করার।’