কাশিমাড়ী প্রতিনিধি ॥ “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” “রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভুতি” এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর একতা যুব সংঘ ও রক্তদান সংস্থা নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়নগর বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আকবার সরদার, সমাজ সেবক কামরুল ইসলাম ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল্লাহ শেখ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল ওহাব, আলম সরদার, সাবুদালী শেখ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জয়নগর একতা যুব সংঘ রক্তদান সংস্থার নব-নির্বাচিত সভাপতি হাসানুল বান্না, সহ-সভাপতি আসগর আলী, সেক্রেটারি হাফিজুর রহমান, রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আইয়ুব আলী প্রমূখসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন- হাসানুল বান্না।