বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুর আড়ংগাছায় উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় আড়ংগাছা ঘৌড় দৌড় বাস্তবায়ন কমিটির আয়োজনে আড়ংগাছা বিলে ঘৌড় দৌড় দেখার জন্য বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে ঘৌড় দৌড় প্রতিযোগীতায় সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৯টি ঘোড়ার অংশগ্রহণে সুন্দর মনোরম পরিবেশে এক আকর্ষনীয় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ঘৌড় দৌড় প্রতিযোগিতায় ইউপি সদস্য মোঃ মাসুম বিল্লাহ সুজন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ ফজলুর রহমান, সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের, ইউপি সদস্য নলিতা রানী, শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল জব্বার প্রমুখ। ঘৌড় দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হাজী ওসমান চৌধুরীর ঘোড়া (পাখি), দ্বিতীয় ডাঃ কবির হোসেনের ঘোড়া (লাকি), তৃতীয় নূরনগর মন্টুর মেম্বারের ঘোড়া (উলকা), চতুর্থ ওয়ালিক শেখের ঘোড়া (বিদ্যুৎ)। ঘৌড় দৌড় প্রতিযোগিতায় সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক মোঃ ওজায়ের ইমরান ও মোঃ রেজাউল ইসলাম।