বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুরে জমি জায়গার বিরোধে এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। এঘটনায় আহত গৃহবধূ মোঃ রেহানা খাতুন নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ২২, তাং-১৫/৯/২০১৩। মামলা সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছি গ্রামের মোছাঃ রেহানা খাতুন এর স্বামী মোঃ রাজু হোসেন সৌদি প্রবাসে থাকার সুবাদে গত ১৫/০৮/২০২৩ তারিখে বেলা ১১ টার দিকে একই গ্রামের মৃত মনিরুল গাজীর পুত্র মোঃ গোলাম হোসেন, গোলাম হোসেনের পুত্র মোঃ মেহেদী, গোলাম হোসেনের স্ত্রী মুসলিমা বেগম, পুত্র মিয়ারাজ হোসেন, নওশাদ গাইনের পুত্র আব্দুর রউফ গাইন, রউফ গাইনের স্ত্রী মুর্শিদা বেগম, নুর ইসলাম গাজীর পুত্র ইমাম গাজী সহ অজ্ঞাতনামা ২/৩জন গৃহবধূ রেহানার বাড়িতে প্রবেশ করে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গালিগালাজ করতে থাকে একপর্যায়ে টানাটানি, শ্রীলতাহানি ও এলোপাতাড়ি মারপিট শুরু করলে গৃহবধূ রেহানার মাথায় ধারালো দায়ের কোপ লাগলে গুরুতর জখম হয়। রেহানা খাতুনের চিৎকারের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী রেহানা খাতুন কালিগঞ্জ থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান দৈনিক দৃষ্টিপাতকে জানান গৃহবধূকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।