বিশেষ প্রতিনিধি \ কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চত্বরে সাবেক প্রধান শিক্ষক মোঃ জিন্নাত আলীর সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিএম সুরত আলী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদকে সাথে নিয়ে অভিষেক অনুষ্ঠানে রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সাবেক চেয়ারম্যান মরহুম এম আহম্মদ আলীর পুত্র এম আলীম আল রাজী টোকন। পরবর্তীতে অন্যান্য সদস্যগণ দায়িত্বভার গ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল ওয়াহাব, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, কাটুনিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব মাওঃ আবু বক্কার সিদ্দিক, নূরনগর আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, রতনপুর টিএন বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ, শিক্ষক বিধুভূষন মন্ডল, ইউপি সচিব আহাদুর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।