বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর পীরগাজনে মোঃ শরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের শফিকুল ইসলামের পুত্র। শরিফুল ইসলাম জন্মের পর থেকে কালিগঞ্জ উপজেলার রতনপুর পীরগাজন গ্রামে তার নানা মোঃ আব্দুল গনি মোড়লের বাড়িতে তার মায়ের সাথে থাকতো এবং সেখানে সে বড়ও হয়েছে, গত ৬/৭ মাস পূর্বে তার বিয়ে হয়। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা যায় শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হয়ে পড়েছিল। শরিফুল ইসলাম তার নানার বাড়িতে পরিবারের সকল সদস্যদের অজান্তে বিষ পান করে। পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রুত তাকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা রত অবস্থায় গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় স্থানীয়রা কালিগঞ্জ থানা পুলিশকে অবগত করলেন থানা পুলিশ মৃত্যুর সঠিক কারন নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক নকিব পান্নু দৈনিক দৃষ্টিপাতকে জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ উদ্ধারপূর্বক থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল শুক্রবার অর্থাৎ আজ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তর রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।