বিশেষ প্রতিনিধি \ কালীগঞ্জ উপজেলার রতনপুর আড়ংগাছায় স্যালোর পাইপ দিয়ে মাটির নিচে থেকে পানির সাথে নির্গত হচ্ছে গ্যাস। ঘটনা সুত্রে জানাযায়, ১০ বছর আগে আড়ংগাছা গ্রামের আব্দুলাহ মোড়লের জমিতে কৃষিকাজে পানি ব্যবহার করার জন্য একটি স্যালো বসান। গত ৫ বছর যাবত ১’শ ৪০ ফুটের ওই স্যালো থেকে পানি ওঠানো বন্ধ ছিল। কিন্তু গত রবিবার থেকে ওই স্যালো পাইপ দিয়ে অটোমেটিক পানি ও গ্যাস বের হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকা ও বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা দেখতে ভিড় জমাচ্ছে। গতকাল বৃহস্পতিবার হঠাৎ কে বা কাহারা উক্ত গ্যাসে আগুন জ্বালিয়ে দেয় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে না পেরে জমির মালিক এবং স্থানীয়রা কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের উক্ত স্থানটি বালি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য বলে এবং ঐ ঝুঁকিপূর্ণ স্থান থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দেয়।