মেহেদী হাসান (ধলবাড়িয়া) কালিগঞ্জ: রতনপুর ইউনিয়নের গোয়ালপোতায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। নিহতের নাম আমিনুর রহমান (৪০)। সে ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় গ্রামের গফফার গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে গোয়ালপোতা মোড় সংলগ্নে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়েছে মর্মান্তিক ভাবে আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমিনুর রহমান খুব্দিপুর স’মিলের শ্রমিক। সে কাজের ফাঁকে অন্যের মোটরসাইকেল যোগে খুব্দিপুর থেকে রতনপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটর ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়। এদিকে আমিনুর রহমানের মৃত্যুতে বাজুয়াগড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।