রতনপুর প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সর্বত্র দেশের অন্যান্য স্থানের মত যথাযোগ্য মর্যাদায় আন্তজাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কাটুনিয়া রাজবাড়ী কলেজ ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদের স্নরনে শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পন করেন প্রিন্সিপাল মোঃ আবদুল ওহাব,সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ ও কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা। এর পর আলোচনা অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন কী, ভাষার দাবীতে রাজপথে জারা শহীদ হয়েছিল বিষয়টির উপর বক্তব্য প্রিন্সিপাল মোঃ আবদুল ওহাব। একইভাবে রাজবাড়ী কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী,সহ সকল শিক্ষক ছাত্রী-ছাত্রী, রতনপুর টি.এন.বিদ্যাপীঠ,প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাবলু,সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষসহ শিক্ষক ছাত্র-ছাত্রীরা, সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ হযরত আলী,সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ শিক্ষক ছাত্র-ছাত্রী, কাটুনিয়া সিদ্দিকীয় দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবতাবুজ্জামান, সহসুপার মোঃ শহিদুল্লাহ সেলিমসহ শিক্ষক ছাত্র-ছাত্রী, পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজিদা পারভীন সহ শিক্ষক ছাত্র-ছাত্রী,রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুন সহ শিক্ষক ছাত্র-ছাত্রী, বাগমারী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কেশব চন্দ্র মন্ডল, সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা খাতুন সহ শিক্ষক ছাত্র-ছাত্রী, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ শিক্ষক ছাত্র-ছাত্রী, স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ শহীদব্যাদিতে পুষ্পমাল্য অর্পন করে। এছাড়া সকল প্রতিষ্ঠানে ১৯৫২ সালের উপর ভাষা আন্দোলন উপর আলোচনা অনুষ্ঠান, চিত্র অংকন প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামানায় দোয়া ও মুনাজাত করা হয়। এ অনুষ্ঠান পালনে সকল শিক্ষক-কর্মচারী,ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।