বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও রেফারি মঞ্জুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কালিগঞ্জ থানার অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত এক বছর পূর্বে বাল্যবিবাহর তথ্য প্রশাসনকে দিয়েছে মঞ্জুর কিন্তু তিনি দেননি, শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে ও ক্ষমতার দাপট দেখাতে রতনপুর ফুটবল মাঠে খেলা চলাকালীন সময়ে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জাহিদ ফজল সহ তাদের বাহিনী মঞ্জুর কে বেধড়ক মারপিট করে, মাঠে উপস্থিত জনগণ মঞ্জুরকে রক্ষা করে পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার এর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি সন্ত্রাসী প্রকৃতির জাহিদ। গতকাল ২৬ জুন বুধবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মঞ্জুর কালিগঞ্জ সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দিলে রতনপুর বাজারে সামনে চেয়ার দিয়ে বাইকের গতিরোধ করে জাহিদ ফজল ও ধলবাড়িয়া ইউনিয়নে নৈহাটি গ্রামের অহেদ সরদার এর পুত্র আলমগীর সহ তার বাহিনী নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে, এ সময় তার কাছে থাকা টাকা ও রঢ়যড়হব নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাৎক্ষণিক বাজারে উপস্থিত জনতা জাহিদ ফজল কে আটকে ফেলে রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল রাজী (টোকন) কাছে হস্তান্তর করার জন্য স্থানীয় লোকজন একটি দোকান ঘরে তাকে আটকে রাখে কিন্তু সে দোকানের পিছনের দরজা ভেঙে পালিয়ে যায়। বর্তমানে উদ্যোক্তা ও রেফারি মঞ্জুর চিকিৎসাধীন, সাথে সাথে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সুষ্ঠু তদন্ত ভিত্তিক বিচারের দাবি জানিয়েছেন। উদ্যোক্তা ও রেফারি মঞ্জুর জনপ্রিয় ব্যক্তি হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ও অতি দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।