এস এম জাকির হোসেনঃ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলিম আল রাজি টোকন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাইনতলা খাল পূনরায় লীজ না দেয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ইউনিয়ন বাসীর আয়োজনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে রতনপুর কদমতলা বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আবদুল ওয়াহাব, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, সাবেক ইউপি সদস্য মাসুম বিলাহ সুজন প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ বাইনতলা খালটি রতনপুর-ধলবাড়িয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কালিন্দি নদী ও মথুরেশপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাকশিয়ালি নদীতে মিশেছে। কিন্তু খালটির অধিকাংশ জায়গা উম্মুক্ত থাকলেও মাত্র ২/৩ কিলোমিটার খালের জায়গা চুনাখালি গ্রামের বারি মোড়লের পুত্র সহিদ হোসেন অপেশাদার জেলেদের নাম দিয়ে জেলে সমিতি নিবন্ধন করে সেই জেলে সমিতির নামে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন নামমাত্র মুল্যে লীজ নিয়ে ভোগ দখল করে। যে কারণে অত্র এলাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাসনে প্রতিবন্ধকতা ও প্রকৃত জেলেরা মৎস্য আহরণ থেকে বঞ্চিত হচ্ছে। বাইনতলা ও লাউতলী খাল সহ ইউনিয়নের সকল খাল পুনরায় লীজ না দিয়ে উম্মুক্ত করার দাবি জানিয়েছেন বক্তার। এছাড়া ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন সহ যাদের নামে ডাকাতি ও ছিনতাইয়ের মিথ্যা মামলা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। এসময় কদমতলা বাজার সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।