দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী রমজানকে স্বাগত জানিয়ে গতকাল শুভেচ্ছা মিছিল করেছে। উপজেলঅর বিভিন্ন এলাকা হতে শত শত জামায়াত ও শিবিরের কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে পারুলিয়া ও সখিপুর বাজার মিছিল সহকারে প্রদক্ষীণ করে। সমাবেশ করে। উপজেলা আমীর শিক্ষাবীদ মাও: অলিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারী এইচ.এম ইমদাদুল হক, জামায়াত নেতা মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মাও: দেলোয়ার হোসেন, আনারুল ইসলাম, রুহুল আমীন, জিয়াউর রহমান, সোলাইমান হোসেন প্রমুখ। সমাবেশ থেকে সব ধরনের অনৈতিক কর্মকান্ড বন্ধ ও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হয়।