রমজাননগর শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজাননগর সততা ভোগ্যপণ্য সমবায় সমিতি ও সততা এন্টারপ্রাইজের উদ্যোগে অসহায় ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে রমজাননগর সততা এন্টারপ্রাইজের কার্যালয়ের সততা এন্টারপ্রাইজের পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম । তিনি অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবির হাসান কওছার। স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রোজার মাসে আমাদের ক্ষুদ্র এ প্রয়াস অসহায় রোজাদার মানুষগুলোর যেমন কষ্ট লাঘবে সহায়তা করবে। তেমনি অন্যান্যদের সহায়তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।