গাজী খালিদ সাইফুলাহ \ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের দ্বীপ অঞ্চল কালিঞ্চী গোলাখালীতে হঠাৎ ঝড়ের ভয়াবহ তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসন কতৃক ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৩ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১২ হঠাৎ ঝড়ের তান্ডব শুরু হয়, এ ঝড়ের তান্ডবে রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গোলাখালী বিভিন্ন এলাকায় বসতবাড়ির প্রচুর ক্ষতি হয়। গতকাল রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্বরে রমজাননগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালিঞ্চী গোলাখালী গ্রামের গরীব অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন সাতক্ষীরা কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন। রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি সদস্য প্রমূখ। ইউপি সচিব মোঃ আবু হেনা ইবনে জহির, ইউপি সদস্য আব্দুস সালাম, গাজী আব্দুলাহ আল মামুন, আজগর আলী বুলু, রুহুল আমিন প্রমূখ।