রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর মৌমাছির কামড়ে ১ যুবকের মৃত্যু আহত আরো ৫ জন। ঘটনাটি গতকাল উপজেলার রমজাননগর ইউপির চাদখালী গ্রামে ঘটে। নিহত ঐ গ্রামের মাষ্টার কিরনের পুত্র প্রশান্ত মন্ডল। জানাগেছ, নিহত সহ আহতরা বাড়ির পাশ্বে বটগাছের মৌচাক থেকে মধু সংগ্রহন করতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় আরো ৫ জন আহত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।