রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি ॥ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনে আ’লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি সভা ও রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকল সকাল ১০ ঘটিকায় রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজী আনিসুজ্জামান আনিস, স ম আব্দুস সাত্তার, মোঃ মোশারফ হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা বাংলা,উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) সাইদ-উজ-জামান সাঈদ,ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মাহমুদ হোসেন,আলহাজ্ব আরশাদ আলী মোড়ল,প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য প্রমুখ। বক্তারা বলেন দলীয় স্বার্থে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ভোটারদের মন জয় করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।