বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ রবিবার বিকেল ৪ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার আয়োজনে উপজেলার জেসি কমপ্লেক্স এর সামনে থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্স এর সামনে আলোচনা সভায় উক্ত শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচকগণ, পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনের বেলায় প্রকাশ্যে সকল প্রকার হোটেল রেস্তোর বন্ধ রাখার দাবি জানান এবং অশ্লীল বেহায়াপনা সহ সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার আহ্বান জানান, সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যের মূল্যের উর্ধ্যগতি রোধের জন্য সরকারের কাছে দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন থানা শাখার সভাপতি এ্যাডঃ আবুজারউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ এটিএম মেসবাহ উদ্দিন বোরহানি সহ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলবৃন্দ। সর্বশেষ দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে উক্ত র্যালি ও আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।