শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ন

রমজানের শেষ ১০ দিন অফিস বন্ধ রাখার প্রস্তাব কুয়েত পার্লামেন্টে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন সরকারি অফিস বন্ধ রাখার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে কুয়েতের পার্লামেন্টে। প্রস্তাবটি যাচাই বাছাইয়ের জন্য গ্রহণও করেছে দেশটির পার্লামেন্টের মানবসম্পদ বিষয়ক কমিটি। কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কুয়েতের এমপি হামাদ আল-ওবাইদ দেশটির পার্লামেন্টে রমজানের শেষ ১০ দিন সরকারি অফিস-আদালত বন্ধ রাখার আবেদন জানান। পরে পার্লামেন্টের মানবসম্পদ বিষয়ক কমিটি সেটিকে যাচাই বাছাই করে দেখার জন্য গ্রহণ করে। এমপি হামাদ আল-ওবাইদের দাবি, রমজানের শেষ ১০ দিন অফিস-আদালত বন্ধ রাখা হলে সে সময়টাতে কর্মজীবীরা কাজ না থাকায় বেশি বেশি ইবাদতে মশগুল থাকার সুযোগ পাবেন। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রথাও যথাযথভাবে পালনের সুযোগ পাবেন। এদিকে, বেসরকারি কর্মজীবীদের কর্মঘণ্টা কমিয়ে আনছে আরব আমিরাত। রমজানে সাধারণ সময়ের তুলনায় দুঘণ্টা কাজ কম করবেন দেশটির বেসরকারি খাতের কর্মজীবীরা। আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় গত ১৩ মার্চ জানিয়েছে, রমজান মাসে বেসরকারি খাতে বিদ্যমান সাধারণ কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমে ৬ ঘণ্টায় দাঁড়াবে। মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কাজের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি অনুসারে কোম্পানিগুলো রমজানে দৈনিক কাজের সময় কমাতে পারবে কিংবা সম্ভব হলে বাড়িতে বসে কাজের সুযোগ দিতে পারবে কর্মীদের।’কেবল বেসরকারি খাত নয়, এর আগে রমজানে কর্মীদের শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকারও। দেশটির এক সরকারি আদেশে বলা হয়,আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারি কর্মজীবীরা সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং আগামী শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কাজ করবেন। এছাড়া অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেয়ার কথাও জানানো হয় ওই অদেশে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com