শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

রমজান-ঈদকে ঘিরে বিশেষ অভিযানে নামছে পুলিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

এফএনএস: আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেপ্তারে আমরা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরাতন থেকে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। করোনা পরিস্থিতি পরবর্তীতে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আপনারাও অবগত। আমাদের সবসময়ই মনিটরিং আছে। শুধু ঘটনা ঘটলেই না, সব সময় মনিটরিং করি। সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করি। তিনি বলেন, স¤প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি হত্যার ঘটনা ঘটে। তার মধ্যে শাহজাহানপুরের ঘটনায় খুনিকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর মিরপুরের ঘটনায়ও আসামি শনাক্ত হয়েছে। হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হলো। ছোট-বড় সব ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com