মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রমজান উপলক্ষে আরব আমিরাতে সহ¯্রাধিক কারাবন্দির মুক্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। বিশ্বব্যাপী মুসলিম স¤প্রদায়ের ১৯০ কোটিরও বেশি মানুষ এ মাসের আচার-অনুষ্ঠান পালনের অপেক্ষায় রয়েছেন। আর মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির বিভিন্ন কারাগার থেকে ১ হাজার ২৫ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা যায়, রমজানসহ গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস কিংবা অনুষ্ঠান উপলক্ষে কারাবন্দিদের মুক্তি দেওয়া সংযুক্ত আরব আমিরাতের সব শাসকের সাধারণ অভ্যাস। রাষ্ট্রপতির এ ধরনের ক্ষমা মুক্তিপ্রাপ্ত বন্দীদের ভবিষ্যত পুনর্বিবেচনার সুযোগ দেয়। পাশাপাশি এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা পরিবার ও স¤প্রদায়ের সেবায় ইতিবাচকভাবে অবদান রাখতে পারেন। এদিকে রমজান কবে থেকে শুরু হবে, তা জানতে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি গতকাল মঙ্গলবার সূর্যাস্ত অর্থাৎ, মাগরিবের নামাজের পরে বৈঠকে বসবে। মূলত রমজান শুরু হওয়ার আগে অধিকাংশ মুসলিম দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার জন্য সন্ধ্যার আকাশে নজর রাখেন। এটি একটি ইসলামিক ঐতিহ্য, যা যুগ যুগ ধরে অনুসরণ করা হচ্ছে। এদিন যদি সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যায় তবে আজ বুধবার থেকে পবিত্র রমজান থেকে শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আমিরাতে রমজান শুরু হবে। আর চাঁদ কখন দেখা যায়, তার ওপর নির্ভর করেই ইসলামিক মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com