ফতোয়া : সদকাতুল ফিৎরের হিকমত— প্রত্যেক মুসলিমের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। মহিলা, পুরুষ, ছোট, বড়, স্বাধীন, অধীন সকলের জন্য ওয়াজিব। ঈদের দিনে যদি কোন মুসলিম ও তার পরিবার বর্গের খাবারের চেয়ে এক সা (প্রায় ৩ কেজি) খাবার অতিরিক্ত থাকে, তা হলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। একজন মুসলিম সে নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করবে তেমনি নিজে যাদের ভরন— পোষণের দায়িত্ব পালন করে তাদের পক্ষ থেকেও আদায় করবে। ফিতরার পরিমাণ হল : মাথা পিছু এক সা খেজুর অথবা এক সা আটা বা কিসমিস অথবা গম। সকদাতুল ফিতর প্রবর্তনের হিকমত হল অনেক। আমরা যা দেখছি তা হল : ১Ñ সদকাতুল ফিতর শরীরের যাকাত। ২Ñএ দ্বারা দরিদ্র মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়। ঈদে আনন্দ উপভোগে তাদের সাহায্য করা হয়। যাতে ধনী— দরিদ্র সকলে ঈদের আনন্দে শামিল হতে পারে। রাসূলে করীম সাল্লাল্লা¬হু আলাইহি ওয়াসাল¬ম বলেছেন, “এ দিনের জন্য তোমরা তাদের ধনী করে দাও”। ৩Ñ আল্লাহ তা আলা যে সিয়াম আদায়ের তাওফিক দিয়েছেন এর শুকরিয়া আদায় করা হয় সদকাতুল ফিতর আদায় করে। ৪Ñ যদি সিয়াম পালনে কোন ভুল— ত্রুটি হয়ে থাকে তাহলে এর পূর্ণতার জন্য সদকাতুল ফিতরের ভূমিকা আছে। আল্লা¬হ তাআলাই সর্বাধিক জ্ঞাত।