স্টাফ রিপোর্টার ঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা ষাটোর্ধ বয়সীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজন মানে আনন্দ উচ্ছ্বাস। তবে এটি একটি ব্যতিক্রম ধর্মী বনভোজন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে শহরের রসুলপুর পশ্চিম পাড়া ষাটোর্ধ বয়সী সকল বৃদ্ধদের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় দিবসে বনভোজন আয়োজন করেন। অনুষ্ঠান স্থান সাজানো হয়েছিল অন্যরকম, ছিল প্যান্ডেল, বসার জন্য চেয়ার, খাবার গ্রহনের জন্য টেবিল গুলি ছিলো সারিবদ্ধ ভাবে সাজানো। দৃশ্য দেখে মনে হলো এ যেনো এক অভিজাত হোটেল। এখানে (৬০) বছরের বেশিও অনকের আগমন ঘটেছে। তাদের মনে আনন্দ ছিল তরুণদের মত। তাদের অনুভূতি বলে দেয় তরুন বয়সের বনভোজনের চেয়ে এটি যেন বেশি আনন্দময় হয়েছে। নির্দিষ্ট সময়ে সারিবদ্ধ হয়ে টেবিলে বসে পড়েন বৃদ্ধরা। রাজকীয় খাবারের সাথে সাথে গল্পে ও ছিল চোখে পড়ার মত। এ যেন বৃদ্ধ বয়সে তরুণদের মিলন মেলায় পরিনত হয়েছে। যুবক আলাল জানান, বয়স্করা যে বনভোজন করছে এটি অন্যরকমের আনন্দের। সব বয়সের মানুষ বিনোদন চায়। পিতৃত্যুল মনুষদের একটু সহযোগিতা করতে পেরে ভাল লাগছে। আবু সাদেক জানান, প্রতিবছর আমরা বনভোজনের মাধ্যমে একত্রিত হয়। এটি অব্যাহত রাখতে চাই। বনভোজনের মূল উদ্যোক্তা সিরাজুল ইসলাম রাজু বলেন, আমরা সামান্য ৩০ টাকা চাঁদা নিয়ে বনভোজন করছি। এখানে অনেকে সহযোগিতা করেছে। গতবার যারা বনভোজনে এসেছিল তাদের মধ্যে কয়েকজন পরপারে পাড়ি জমিয়েছেন। এবার যারা হাজির হয়েছে আগামীতে তাদের পাবো কিনা জানিনা। আমরা এটি অব্যাহত রাখবো।