স্টাফ রিপোর্টার ঃ রসুলপুর আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল সাড়ে, ১০টায় সাতক্ষীরা শহরের রসুলপুর পশ্চিম পাড়া প্রধান সড়ক সংযোগ স্থানে ঢালাই রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদৌলা সাগর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, উপসহকারী প্রকৌশলী মোহব্বত হোসেন, এসও তুষার রায় চৌধুরী, প্রাক্তন পেশকার আব্দুল খালেক, ব্যবসায়ী মশিউর রহমান, আলমগীর, শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে রসুলপুর পশ্চিমপাড়া করিমের মোড় থেকে আব্দুল খালেক পেশকারের বাড়ির সামনে পর্যন্ত ১০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ৩ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে। ঐ রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি বসে যেত, বর্তমান রাস্তাটি উচু এবং আর সিসি ঢালাই দিয়ে নির্মান করায় স্থানীয় বাসিন্দারা পৌর কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছেন।