স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পৌরসভার গোরস্তান সংলগ্ন রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রধান অতিথি থেকে ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি শেখ আমজাদ হোসেন ও সাঃ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুরুল হুদা, এড. আহসান হাসিব মুন্না, জেলা ওলামা পষিদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, ব্যাংকার আব্দুল মোমেন, আশরাফুল ইসলাম খোকন, শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান, পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব হাফেজ ফিরোজ আহমাদ, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল গফফার, গোরস্তান মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিব্বুল্লাহ, মসজিদ কমিটির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, পেশকার আইজুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা শহরের চৌরঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শফিউল্লাহ।