স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভায় ৯নং ওয়ার্ডের রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি রাস্তা নির্মান কাজের উদ্বোধনকালে বলেন, পৌরসভার জনবহুল এ রাস্তাটি দীর্ঘদিন বেহাল ছিল। যাত্রী সাধারনের চলাচলে দূর্ভোগ পোহাতে হত। এছাড়া পর্যায়ক্রমে সকল এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মান করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভিন নির্বাহী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী মো: কামরুল আখতার তপু, হাফিজুর রহমান খান বিটু, আশরাফুল হক, কবির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে ইমরান মাষ্টারের বাড়ি পর্যন্ত ১৬০ মিটার পিচের রাস্তায় আনুমানিক সাড়ে ৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে।