কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে জামিয়া এমদাদিয়া তালিমুল কুরআন বাজারগ্রাম রহিমপুর মাদরাসা ল পবিত্র খতমে বুখারী ও মাসিক এসলাহি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি আসরের নামাজের পর হইতে ইশা নামাজের পূর্ব পর্যন্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল্লামা অজীহুর রহমান সাহেব পীর সাহেব কালিগঞ্জ, উক্ত মাদ্রাসার মুহতামিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন পীরে কামেল আল্লামা আব্দুস সাদিক সাহেব শাইখুল হাদিস। মুফতি আবু বক্কর সিদ্দিক মুফতি লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি আমিনুর রহমান, মুফতি আতিকুর রহমান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুফতি মাওছুফ সিদ্দিকী, মুফতি হামিদুর রহমান, মাওলানা আশরাফ আলী, মুহাদ্দিস মোস্তফা কামাল, কারী আব্দুর রব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত হাজার হাজার অতিথি বৃন্দ উপস্থিতে দেশ জাতির কল্যাণ কামনা করে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আল্লামা মুফতি আব্দুস সাদেক।