এফএনএস: রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভবনে এসি বিস্ফোরণে আব্দুল মালেক খান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক (৪০) নামে আরেক ব্যক্তি দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম কার্যালয় ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আব্দুল মালেক ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। দগ্ধ ফারুক গাড়িচালক। হাতিরঝিল থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় থাকতো দুজন। রাত আনুমানিক ৩টার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেককে গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ ফারুক জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তিনি আরও জানান, রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের ভাই সোহেল খান জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। ওই কার্যালয়েই থাকতেন তিনি। গত রাতে মালেক গাড়িচালক ফারুকের সঙ্গে ঘুমিয়েছিলেন। জানতে পেরেছি ঘরের এসি বিস্ফোরিত হয়েছিল। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোরে নিউ ইস্কাটন থেকে একজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছেন। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।