শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এনএস আইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর বড় বাজারে অভিযান ॥ ১৯৯ বস্তা চিনি জব্দ সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের রষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন জাতিসংঘের যুদ্ধ বিরতি মানছে না ইসরাইল সাতক্ষীরার ঈদ বাজারে ক্রেতাদের ভিড় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কপিলমুনিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের গণসংযোগ কলারোয়ায় বসতভিটা দখল ও গাছ-গাছালি কাটার প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুরসহ মারপিট করার অভিযোগে কয়রায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রাজধানীতে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুজন অন্য অন্য দুটি ঘটনায় মারা যাওয়া আরও দুজনসহ মোট চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৮) ও মো. সোহেল (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. সালাউদ্দিন (৪০) নামে আরও একজন। গত বৃহস্পতবিার দিবাগত রাতে সবুজবাগ ও শাহবাগ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে। সবুজবাগ থানার এসআই মো. ফারুক হোসেন জানান, গত বৃহস্পতবিার রাত সাড়ে ১০টার দিকে মরিয়ম বেগম নামে এক নারী বাসাবো ঢালে প্রধান সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সংবাদ পেয়ে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মৃত রহমত উল­াহর মেয়ে। বর্তমানে দক্ষিণখান থানাধীন উত্তরা এলাকায় থাকতেন। এদিকে, গত বৃহস্পতবিার দিবাগত রাত আড়াইটার দিকে শাহবাগ থানাধীন বুয়েট সংলগ্ন সড়কে উল্টো দিক দিয়ে আসা বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীদের একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার এসআই কাওছার আহামেদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত সোহেল ও আহত সালাউদ্দিন দুজনেই সম্পর্কে বন্ধু। সাভারে কাজ শেষে রাতে নারায়ণগঞ্জে বাড়িতে ফিরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহেল নারায়ণগঞ্জ রুস্তমপুরের রওশন আলীর ছেলে। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। অপরদিকে রাজধানীর বংশালে ভবনের ছাদ থেকে পড়ে আরমানুউজ্জামান জিসান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল সে। গত বৃহস্পতবিার রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার এসআই শেখ ফিরোজ আলম। মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, তাদের বসত বাড়ির সপ্তম তলা ছাদের উপর রেলিংয়ে বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত পাশের বাড়ির ছয় তলার ছাদের উপর পড়ে যায়। পরে হাসপাতালে মৃত্যু হয়। গতকাল শুক্রবার ) ময়নাতদন্তের কথা রয়েছে। জিসান ছোটবেলা থেকে তার নানা-নানির সাথে রজনী ঘোষ লেনের সপ্তম তলা ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। বাড়ি যশোর। তার মা আড়াই বছর আগে মারা গেছেন। জিসান ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। বাবা আনোয়ার হোসেন টঙ্গী এলাকায় থাকেন। এছাড়া রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগ চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে মাকসুদা আক্তার মারিয়া (১৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। বাসার জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিল দেখতে পেয়ে তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বামী। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মৃতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলায়। তার স্বামী মো. ইদ্রিস ওয়ার্কশপে পলিশের কাজ করেন। গত নভেম্বর মাসে তারা বিয়ে করেছেন জানিয়ে মো. ইদ্রিস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিমান করে সে এ ঘটনাটি ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com