এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. মুজিবুর রহমানের মেয়ে সাথী। মৃতের প্রতিবেশী মো. রুনি বলেন, সাথী আগে পার্লারে চাকরি করতেন। বর্তমানে কী করেন জানি না। খবর পেয়ে হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা বলতে পারবো না। শনিরআখড়া এলাকায় থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। পরে কর্তব্যরতর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়ে।