এফএনএস: রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদ বাবু ব্যাপারি (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বান্ধবী তনিমা আক্তার (২২) আহত হয়েছেন। গত শুক্রবার বেলা ১১টার দিকে ডেমরা সুলতানা কামাল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ বাবু উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মার্কেটিং শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একটি কল সেন্টারে চাকরি করতেন। একই ঘটনায় আহত তনিমা আক্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। ডেমরা থানার এসআই সুজন চন্দ্র রায় জানান, মাহমুদ তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে ১০ চাকার একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ১৫ মিনিটে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তনিমাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই আরাফাত হোসেন শাওন জানান, মাহমুদ ও তনিমার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছিল। মাহমুদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহাবাদ গ্রামের বোরহান বেপারীর ছেলে। বর্তমানে মিরপুর—১ নম্বরে থাকতেন, বাবা—মা ছিলেন গ্রামের বাড়িতে। ছয় ভাই—বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।