শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

এফএনএস: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজপথ দখলে রাখে আওয়ামী লীগ। রাজধানীর প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ন্ত্রণ নিতে সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় মিছিল করে ক্ষমতাসীন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি যেন মহাসমাবেশকে কেন্দ্র করে মাঠ দখলে না নিতে পারে সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের এ সরব উপস্থিতি রাজধানীর বিভিন্ন মোড় ও সড়ক জুড়ে। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, শাহবাগ, টিএসসিসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলে রাখে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এখানে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, খায়রুজ্জামান লিটন ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শেখ হাসিনার নির্দেশে বিএনপি’র সমাবেশ শেষ না হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবো। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আ.লীগ কর্মীরা মাঠে রয়েছে। জনগণের জানমাল রক্ষার পাড়া মহল­ায়, ঢাকা শহরের প্রত্যেক অলি গলিতে আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নিয়েছে। বিএনপির সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে নেতাকর্মীদের নিয়ে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, বদিউজ্জামাল সোহাগ, সাবেক সাধারণ মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সিদ্দিকী নাজমুল আলম ও এসএম জাকির হোসেন। নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ পারভেজ পুলকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী। গাবতলীতে যুবলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারপর মিরপুর এলাকায় অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের এ নেত্রী। এদিকে টিএসসি ও মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের পৃথক পৃথক অবস্থান চোখে পড়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান খান, একুশে হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহসান উল­াহ পিয়াল। এ সময় পিয়াল বলেন, বিএনপির যেকোনো সহিংস কর্মসূচি প্রতিহত করতে ছাত্রলীগ মাঠে থাকবে। বিএনপির সহিংস কর্মসূচি শক্তভাবে প্রতিহত করবে ছাত্রলীগ। যাত্রাবাড়ী মোড়ে এফ এম শরীফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পরপরই বাইক নিয়ে শোডাউন করছেন ঐ এলাকা জুড়ে শোডাউন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com