শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

রাজনীতিতে এসেছি মানুষের জন্য, নিজের জন্য নয়: মশিউর রহমান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। বুধবার (২২ মে) বিকেলে সদরের ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়ীয়ায় লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সাথে নির্বাচনী পথসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি। এসময় মশিউর রহমান বাবু বলেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, নিজের জন্য নয়। ভোটে আমি নির্বাচিত হলেও সদর উপজেলাবাসীর পাশে থাকবো আর না হলেও থাকবো। আমি এক কথার মানুষ, আমি চেয়ারম্যান নির্বাচিত না হলেও আমার মানুষের জন্য কাজ থেমে থাকবে না। তিনি আরও বলেন, আমার কথায় নয়, যাকে আপনার বিবেচনায় যোগ্য মনে হয় তাকেই ভোট দেবেন। আমি অতীতে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও সেভাবে থাকবো, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের জন্য কাজ করবো। এসময় ভোটারদের কাছে মশিউর রহমান বাবুর লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুস সালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান, জেলা ওলামা পার্টির সভাপতি মো. ইব্রাহিম, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক স.ম মুজাহিদ প্রমুখসহ লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে, ব্যাংদহা বাজারসহ বিভিন্ন স্থানে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুলের নেতৃত্বে মশিউর রহমান বাবুর পক্ষে গণসংযোগ চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com