সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না -কাদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

এফএনএস: রাজনীতিতে ভালো মানুষেরা আসতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা যারা রাজনৈতিক তারা রাজনীতিকে ভালো মানুষদের জন্য আকর্ষণীয় করে তুলতে পারেনি। যে কারণে ভালো, শিক্ষিত, সৎ এবং যোগ্য মানুষেরা রাজনীতির ধারে কাছে নেই। আমরা যারা রাজনীতি করি এই ব্যর্থতার দায় আমাদের স্বীকার করতেই হবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তন জাতীয় পার্টি (জেপি)র সম্মেলনে বিশেষ অতিথির হিসাবে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ অন্যরা। ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এর হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম ঘটনা। পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতি উল্টো পথে হাঁটা শুরু করে। বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব হয়ে গেল। তারপর দেশের রাজনীতি ও গণতন্ত্রের দেওয়াল উঠে গেল। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ৩ নভেম্বর জেল হত্যার ঘটনা উঁচু দেয়ালকে আরও উঁচুতে তুলল।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে একদিনে ১০০ সেতু উদ্বোধন করলেও আমরা রাজনীতিতে কোনো সেতু নির্মাণ করতে পারেনি। গণতন্ত্রকে বাঁচাতে হলে শক্তিশালী বিরোধী দল দরকার, আমাদের দেশে এটাই সবচেয়ে দুর্ভাগ্য।’ নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয়, আর নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। এত ডিভাইসিং এত পোলারাইজড আমাদের রাজনীতিতে। এজন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি।’ একই অবস্থা ছাত্র রাজনীতির। সুনামের ধারায় আজকে ছাত্র রাজনীতি নেই বলেও আক্ষেপ করেন ওবায়দুল কাদের। জোট শরিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিজয় এখনো সুসংহত নয়। এই বিজয়কে সুসংহত করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।’ ‘আমরা অভ্রান্ত কেউ নই। ভুলত্র“টি আমাদের সবার আছে। কিন্তু তারপরও এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, এই দেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে; ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নাই। এটা হল বাস্তবতা। কাজেই মান-অভিমান সবকিছু ভুলে আমরা একাত্তরের চেতনায় উজ্জীবিত যারা আন্দলিত যারা তাদের ঐক্যবদ্ধ হতে হবে। সা¤প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সমন্বিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com