রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে রাজবাড়ী কিন্ডার গার্ডেনে বার্ষিক পরীক্ষা ২০২৩ ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল কিন্ডার গার্ডেন চত্ত্বরে কিন্ডার গার্ডেন পরিচালনা কমিটির সভাপতি কাটুনিয়া রাজবাড়ী কলেজে সহকারি অধ্যাপক, মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এড. এবাদুল ইসলাম, সহকারী অধ্যাপক এস,কে তাইজুল ইসলাম শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আতাউর রহমান ও কার্টুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আফতাবুজ্জামান প্রধান শিক্ষক মহসিন হোসেন বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ভালফল অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন কিন্ডার গার্ডেন কর্তৃপক্ষ। এ সময় অভিভাবক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।