কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব কমিটির আয়োজনে গতকাল বিকালে মসজিদের পেশ ইমাম মাও শহিদুলাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, ইউপি সদস্য আব্দুস সাত্তার মোড়ল, সাবেক ইউপি সদস্য রইসুল আলম, কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও নুর ইসলাম প্রমূখ। ইফতার মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম। এসময় শিক্ষক, সাংবাদিক, সহ এলাকার সুধিজন ও মুসলি বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ জাতীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও আরিফুল ইসলাম।