শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

রানের পাহাড় গড়ল আয়ারল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: যার সেঞ্চুরির সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, সেই লর্কান টাকার আউট হয়ে গেলেন দিনের চতুর্থ বলেই। তবে পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্পার উপহার দিলেন দুর্দান্ত শতক। আয়ারল্যান্ড গড়ল রানের পাহাড়। দিমুথ করুনারতেœ ও নিশান মাদুশকার ব্যাটে শ্রীলঙ্কাও পেয়ে গেল শক্ত ভিত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মঙ্গলবার আয়ারল্যান্ড থামে ৪৯২ রানে। আলোকস্বল্পতায় আগেভাগে দ্বিতীয় দিনের খেলা শেষের সময় শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৮১। এখনও তারা পিছিয়ে ৪১১ রানে। নিজেদের ৬ টেস্টে এই প্রথম চারশ ছুঁতে পারল আইরিশরা। অভিষেক টেস্টের ৩৩৯ ছিল দলটির আগের সর্বোচ্চ। প্রথম ৫ টেস্টে তাদের সেঞ্চুরি ছিল দুটি, এবার এক ম্যাচেই হয়ে গেল দুটি। পায়ে ক্র্যাম্প করায় আগের দিন ৭৪ রানে মাঠ ছাড়া স্টার্লিং দ্বিতীয় দিনে ফিরে ১৮১ বলে করেন ১০৩ রান। চার টেস্টের ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি এটি। দিনের সবচেয়ে উজ্জ্বল নাম অবশ্য ক্যাম্পার। আগের তিনটি প্রথম শ্রেণির ম্যাচে এই পেস বোলিং অলরাউন্ডারের সর্বোচ্চ রান ছিল ৩৯। সেই তিনি এবার ২২৯ বলে ১৫ চার ও ২ ছক্কায় খেলেন ১১১ রানের অসাধারণ ইনিংস। স্বীকৃত ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া ৫ উইকেট নেন ১৭৪ রান দিয়ে। ৭ টেস্টের ক্যারিয়ারে ষষ্ঠবার এই স্বাদ পেলেন বাঁহাতি স্পিনার। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ৩১৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। প্রথম ওভারে টাকারকে বোল্ড করে দেন বিশ্ব ফার্নান্দো। আগের দিনের ৭৮ রানের সঙ্গে এই ব্যাটসম্যান যোগ করতে পারেন ২। তার বিদায়ের পরই ফের উইকেটে যান স্টার্লিং। এ দিনও উইকেট ছিল যথেষ্ট ব্যাটিং সহায়ক। ক্যাম্পারের সঙ্গে স্টার্লিং গড়েন ৬৪ রানের জুটি। সেঞ্চুরি ছোঁয়ার পরপরই অবশ্য আসিথা ফার্নান্দোর শর্ট বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ক্যাম্পার এরপর ৮৯ রানের বড় জুটি গড়েন অ্যান্ডি ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে। ৯৯ থেকে আসিথাকে চার মেরে কাক্সিক্ষত তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ম্যাকব্রাইন ৫৯ বলে করেন ৩৫ রান। ক্যাম্পারসহ শেষ তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জয়াসুরিয়া। জবাবে ১৮.১ ওভার ব্যাটিং করে আইরিশ বোলারদের তেমন কোনো সুযোগ দেননি করুনারতেœ ও মাদুশকা। অধিনায়ক করুনারতেœ ৪৫ বলে ৩৯ ও মাদুশকা ৬৪ বলে ৪১ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৩১৯/৪) ১৪৫.৩ ওভারে ৪৯২ (টাকার ৮০, স্টার্লিং ১০৩, ক্যাম্পার ১১১, ম্যাকব্রাইন ৩৫, হিউম ৬, হামফ্রেজ ৭, হোয়াইট ০* ; বিশ্ব ২৪-১-৯২-২, আসিথা ২২-৪-৭৮-২, জয়াসুরিয়া ৫৮.৩-১৩-১৭৪-৫, মেন্ডিস ২৭-৪-১০৮-১, ধনাঞ্জয়া ১৪-৫-২০-০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৮.১ ওভারে ৮১/০ (মাদুশকা ৪১*, করুনারতেœ ৩৯*; হিউম ৪-০-২০-০, ম্যাকব্রাইন ৭.১-০-২৬-০, ক্যাম্পার ৪-০-১৯-০, হামফ্রেজ ৩-০-১৫-০)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com