দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলি বাহিনী গাজাকে ধ্বংস এবং ফিলিস্তিনিদেরকে নিশ্চিহৃ করার সব ধরনের খেলায় মেতেছে। গত পাঁচমাস যাবৎ দখলদার বাহিনীর সদস্যরা বিরামহীন ভাবে গাজায় বিমান হামলা সহ স্থল অভিযান পরিচালনা করে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। হামাস নির্মূলের নবামে দখলদার বাহিনী দৃশ্যতঃ ফিলিস্তিনিদেরকে নির্মূল করার অভিযানে নেমেছে। কিন্তু ইসরাইল বাহিনী এখনও পর্যন্ত হামাস কে নির্মূল ও নিয়ন্ত্রন করতে পারেনি এখানেই শেষ নয় দখলদার বাহিনী গাজায় ব্যাপক ধ্বংস যজ্ঞ এবং চিরুনী অভিযান পরিচালনা করেও ইসরাইলি বন্দীদেরকে অর্থাৎ গত সাত অক্টোবরের ইসরাইলের ভূ-খন্ডে হামাস অভিযান ও হামলা পরিচালনা করে যে সকল ইসরাইলি সেনা ও বেসামরিক লোকদেরকে অপহরন করেছিল তাদেরকে ও এখনও পর্যন্ত সনাক্ত ও উদ্ধার করতে পারেনি। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর এবং তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা ইসরাইল নামক রাষ্ট্রটি বন্দী সনাক্ত, উদ্ধার ও হামাস সদস্যদেরকে নির্মূল করতে না পারায় দৃশ্যতঃ যে বার্তা বিশ্ববাসির কাজে পৌছাচ্ছে এবং তারাও নিজেরা অনুভব করছে হামাসের শক্তি, সামর্থ ও সক্ষমতা অনেক অনেক গুন উচুতে। ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ এবং আধুনিক অস্ত্রের ব্যবহার রোধে এবার উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র বিক্রেতা দেশ ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার ঘোষনা দিয়েছে ও তা কার্যকর করেছে। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ও পশ্চিমা মিডিয়া উভয় সংবাদ মাধ্যম জানিয়েছে দীর্ঘ দিন যাবৎ ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশ ও জাপানের সাথে ইসরাইলের অস্ত্র কেনা বেঁচা চুক্তি ছিল। কিন্তু ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর গণহত্যা পরিচালনা করায় ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো অস্ত্র বিক্রি চুক্তি বাতিল করেছে। ইতালি, স্পেন, বেলজিয়া, জাপান, নেদারল্যান্ডস সহ অপরাপর দেশগুলো ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার ঘোষনা দিয়েছে। উল্লেখ্য গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলের পার্লামেন্ট ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার প্রস্তাব পাশ করেছিল একই সাথে ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্ত্র বিক্রি না করার আহবান জানিয়েছেন। এদিকে গাজা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের সম্পর্ক অতি খারাপ পর্যায়ে পৌছেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধ বিরতিতে পৌছানোর আহবান জানিয়েছেন। কিন্তু ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমত পোষন না করায় সম্পর্কের অবনতি ক্ষেত্র বিশেষ ভাবে বিস্তৃত হচ্ছে। ইসরাইল হামাস সমঝোতা না হওয়ারই ইঙ্গিত দিয়েছে হামাস। ইসরাইল শতাধীক বন্দীর মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে আটকক দেড় হাজার ফিলিস্তিনিকে মুক্তির প্রস্তাব দিয়েছে ইসরাইল কিন্তু উক্ত প্রস্তাব প্রত্যাখান করেছে হামাস। ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের এই সংগঠনটির প্রস্তাব গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির সিদ্ধান্ত ব্যতিত ইসরাইলের সাথে কোন ধরনের যুদ্ধ বিরতি ও হামাসের হাতে আটক ইসরাইলিদের মুক্তি দেওয়া হবে না। গতকাল আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে মিশরের রাজধানী কায়রোতে ইসরাইলি প্রতিনিধিদের উপর যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনা চলছে এবং কাতারের প্রতিনিধিরা ও উপস্থিত আছেন। বিশ্ব নেতৃত্বের আহবানকে সাড়া না দিয়ে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা রাফা অভিযান অব্যাহত রেখেছে। প্রতিদিনই রাফায় চলছে হত্যাকান্ড, রাফা হাসপাতাল সহ সর্বত্র চলছে হামলা, ইসরাইলি বাহিনীর সদস্যরা গতকাল খান ইউনিসের বৃহত্তম হাসপাতাল আল নাসেরে ব্যাপক হামলা চালিয়েছে উক্ত হামলার কবল থেকে কর্তব্যরত চিকিৎসকরাও পরিত্রান পাইনি। দখলদার বাহিনী উক্ত হাসপাতালে অভিযান ও গুলি বর্ষন করার বিষয়ে জানিয়েছে যে আল নাসের হাসপাতালে হামাস যোদ্ধারা অবস্থান করছে এমন খবরে তারা হামলা ও অভিযান চালিয়েছেন। আল জাজিরা টেলিভিশন এর খবরে বলা হয়েছে গতকাল আল নাসের হাসপাতালে গুলি বর্ষনের ঘটনায় অন্তত দশজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ কমান্ডারকে ইসরাইল হত্যা করার পর হিজবুল্লাহর পক্ষ হতে গত দুই দিনে ইসরাইলের একাদিক শহর ও সামরিক স্থাপনায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের পক্ষ হতে ইসরাইলকে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলা হয়েছে ইসরাইলকে তার পরিনতি ভোগ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হতে বলা হয়েছে যৌথ বাহিনী হুতিদের বিপুল পরিমান অস্ত্র জব্দ করেছে অবশ্য হুতিদের পক্ষ হতে অস্বীকার করা হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে নিহত ফিলিস্তিনির সংখ্যা উনত্রিশ হাজার স্পর্শ করেছে। গাজার সর্বত্র দুুর্ভিক্ষাবস্থা ুিবরাজ করছে। ঘরে ঘরে ফিলিস্তিনিরা না খেয়ে উপবাস করছে। চিকিৎসা হীনতায় হাজার হাজার ফিলিস্তিনিরা চিকিৎসাহীনতায় মৃত্যু দিকে ঝুকছে। যতই ুিদন যাচ্ছে ততোই গাজায় মানবিক বিপর্যয় বিরাজ করছে।