বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর আয়তুন্নেছা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসার নবনির্বাচিত কমিটি বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আসর নামাজ বাদ বিকাল সাড়ে ৪টায় অত্র মাদ্রাসা হলরুমে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে অত্র কমিটির উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব মাস্টার আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্য বৃন্দদেরকে ফুলের মাল্য দিয়ে অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়। রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশ ইমাম সিনিয়র শিক্ষক মাওঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব আবু ইদ্রিস মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ জমাত আলী গাজী, উপদেষ্টা আলহাজ্ব শামসুদ্দিন সরদার, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, আলহাজ্ব মোঃ শাহাদত সরদার, আব্দুল কাদের গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, কোষাধক্ষ্য মোঃ রফিকুল ইসলাম, সহ কোষাধক্ষ্য মোঃ আফসার হোসেন, মোঃ রফিকুল ইসলাম হলো, দপ্তর সম্পাদক মোঃ জালাল হোসেন, সহ দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মোলা, সহ বিদ্যুৎসাহী মোঃ জুলফিকার মঈন, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ সাইফুল ইসলাম, মোঃ সালাম গাজী, গোলাম রব্বানী গাজী, মোঃ আক্তার আলী, ওয়াজেদ আলী, আব্দুর রহমান গাজী, গফুর গাজী, এশার আলী গাজী প্রমূখ। সভায় বক্তারা, মাদ্রাসার পরিবেশ, শিক্ষার মান, এতিম শিক্ষার্থীদের রক্ষণাবেক্ষণ, ভবন সংস্কার সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।