বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জি এম গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, অত্র বিদ্যালয়ের শিক্ষক ভারতী রানী নন্দী, শিক্ষক মরিয়ম খাতুন, শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, নূর মোহাম্মদ, মামুন হোসেন প্রমুখ।