বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় শ্রীনিকক্ষে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মুজাহিদুল ইসলাম, নিয়মিত বিদ্যালয়ে আগমন চতুর্থ শ্রেণীর ছাত্র হাসিবুল ইসলাম মিলন, পরিষ্কার—পরিচ্ছন্নতায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আকলিমা খাতুন, নম্র ভদ্রতায় চতুর্থ শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম সহ প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান সহ সকল শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর কুমার ঘোষ এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আলহাজ্ব মোঃ লিয়াকত আলী এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জি এম গোলাম মোস্তফা, সাংবাদিক এস এম জাকির হোসেন, শিক্ষক মোঃ ইমরানুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক নূর মোহাম্মদ গাজী, ওয়াজেদ আলী বাউলিয়া, মোঃ আবুল কাশেম গাজী, মোঃ মোকসেদ গাজী শিক্ষক ভারতী রানী নন্দী, মোছাঃ মরিয়ম খাতুন, শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।