রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের ৪ অঞ্চলে ‘গণভোট’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত ভোটের আয়োজন। এদিকে, নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে বিশ্ব নেতারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। স¤প্রতি কয়েক মাস ধরে রাশিয়ার আগ্রাসন কিছুটা ধীর গতির এবং ইউক্রেন উত্তর-পূর্বের কিছু অংশ পুনরুদ্ধার করেছে। এখন পূর্ব ও দক্ষিণে রাশিয়ার সমর্থিত কর্মকর্তারা বলছেন যে তারা এ সপ্তাহে রাশিয়ায় যোগদানের বিষয়ে ভোট চান। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখলের জন্য গণভোটের আয়োজন করে সমালোচনার মধ্যে পড়ে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন গত মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ধারণা করা হয়েছিল। তবে ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্র পরে ইঙ্গিত দেয় যে এটি স্থগিত করা হয়েছে, কোনো কারণ ছাড়াই। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা মঙ্গলবার বলেন যে ‘প্রতারণার’ ‘গণভোট’ কিছুই পরিবর্তন করবে না’। এক টুইট বার্তায় তিনি আরও বলেন, ইউক্রেনের তার অঞ্চলগুলো মুক্ত করার অধিকার রয়েছে এবং রাশিয়া যাই বলুক না কেন তা পুনরুদ্ধার করতে থাকবে। আন্তর্জাতিক স¤প্রদায় কখনো রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণকে স্বীকৃতি দেয়নি। তবে এটি স্পষ্ট যে রাশিয়া একইভাবে অন্যান্য দখলকৃত অঞ্চলগুলোকেও ব্যবহার করতে চায়। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের মতো এলাকায় গণভোট রাশিয়ার ইতিহাসের পথ বদলে দেবে। গণভোটের ফলে এসব এলাকা রাশিয়ার ভ‚খন্ডে পরিণত হবে। এতে ক্রেমলিনের জন্য নিজস্ব ভ‚খন্ড প্রতিরক্ষার আরও সুযোগ তৈরি হবে। এর পরপরই দোনেস্ক ও লুহানস্কের দুই বিচ্ছিন্ন রাশিয়ার-সমর্থিত কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ভোটের আয়োজন করবে। রাশিয়ান সৈন্যরা উত্তর, পূর্ব এবং দক্ষিণ থেকে ইউক্রেন আক্রমণ করার তিন দিন আগে প্রেসিডেন্ট পুতিন উভয় অঞ্চলকে স্বাধীন হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। খেরসনের দক্ষিণ অঞ্চলে রাশিয়ার সমর্থিত কর্মকর্তারা বলেছেন যে তারাও একটি ভোটের আয়োজন করবেন। একই রকম ঘোষণা জাপোরিঝিয়ায় রাশিয়ান-অধিকৃত এলাকা থেকে এসেছে। দৃশ্যত, সমন্বিত পদক্ষেপে, রাশিয়া-সমর্থিতরা আগামীকাল ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশে গণভোটের ঘোষণা করলো, যা ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভ‚খন্ড বা হাঙ্গেরির আয়তনের সমান এলাকার প্রতিনিধিত্ব করছে। সূত্র: রয়টার্স, বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com