এফএনএস বিদেশ : রাশিয়ার পূর্বাঞ্চলের ক্লিউচেভস্কায়া সোপকা আগ্নেয়গিরিতে উঠতে গিয়ে ছয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছে। যদিও প্রতিক‚ল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কামচাটকা উপদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও ছয়জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দুজন পথ নির্দেশকসহ ১২ সদস্যের দলটি গত মঙ্গলবার ৪ হাজার ৭৫৪ মিটার উচ্চতার চ‚ড়ায় তাদের আরোহণ শুরু করে। তারা সবাই রাশিয়ার নাগরিক। যাত্রা শুরু চার দিন পর শনিবার প্রায় ৪ হাজার মিটার উচ্চতা থেকে যাওয়ার পর চার পর্বতারোহী তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই আরও দুজন মারা যান। কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কায়া সোপকা স্থানীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রাকৃতিক আগ্নেয়গিরির অংশ। কিছু আদিবাসী স¤প্রদায়ের কাছে পর্বতটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত।