দৃষ্টিপাত ডেস্ক ॥ রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহজেই শেষ হচ্ছে না আর এমনটি বিশ্বের সর্বত্র আলোচিত বিষয়। আন্তর্জাতিক বিশ্বে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিজ নিজ দেশের বলয়ে যতুকু না আলোচিত সে অপেক্ষা অধিকতর আলোচিত ভূ-রাজনীতিতে। গতকাল সোমবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আলোচিত ঘটনার মধ্যে অন্যতম ছিল রাশিয়ার সেনাদের ইউক্রেনের নাজুক পরিস্থিতি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলেদেমীর জেলেনেস্কি বলেছে আগামী দিন গুলোতে রাশিয়ার সেনাদেরকে ইউক্রেনের সেনাদের কাছে পরাজিত হতেই হবে। খবরে প্রকাশ রুশসেনা বাহিনীতে কিছুটা বিদ্রোহের সুরবেজে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমীর পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্থ করায় দেশটির সেনা বাহিনীর মধ্যে কিছুটা বিদ্রোহের সুর বেজে উঠেছে। ইতিপূর্বে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশটির সেনা প্রধানকেও বরখাস্থ করেছিল। অবশ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই দেশের সেনা বাহিনী ও সরকারের মধ্যে বহুবিধ ঘটনাবলী ঘটেছে যার মধ্যে উল্লেখযোগ্য ইউক্রেনের সেনা প্রধানের পাশাপাশি দেশটির গোয়েন্দা প্রধানের বরখাস্থ। এদিকে গতকাল সোমবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত খবরা খবরে আরও বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও উক্রেনকে বড় ধরনের সামরিক সহায়তা প্রদান করতে চলেছে। ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার ইউক্রেনকে সামরিক হায়তা প্রদান করেছে। রাশিয়ার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে ইরান এবং চীন, উল্লেখ্য চীন এবং ইরানের মধ্যকার মাকিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতিতে সম্পর্কের অবনতি দীর্ঘদিনের সাম্প্রতিক সময় গুলোতে হামাস ইসরাইলের সম্পর্কের তথা যুদ্ধের কারনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন ও ইরানের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। যে কারনে ইউক্রেন যুদ্ধে ইরান প্রকাশ্যে যেমন রাশিয়ার পক্ষে অনুরুপ ভাবে রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানকরে চলেছে ইরান। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা পরিচালনা করায় দৃশ্যতঃ ইরান প্রকাশ্যে নিন্দা এবং উক্ত হামলা বন্দের আহবান জানান। যতই দিন যাচ্ছে ততোই আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতা বেড়েই চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেমন আলোচিত অনুরুপ ভাবে হামাস ইসরাইল যুদ্ধ গণহত্যার প্রতিকৃতি।