বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনাররা বরাবরই একটু অবহেলিত। জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশের জার্সিতে বিশ্ব ক্রিকেট মাতিয়েও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ পান না। এবারের বিপিএলে প্রথম দুই ম্যাচে ফরচুন বরিশালের একাদশে সুযোগ পাননি রিশাদ। বিপিএলের ড্রাফটে এ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দেরিতে দল পান রিশাদ। এবার একাদশেও সুযোগ পাচ্ছেন না। তবে প্রথম দুই ম্যাচে না খেলালেও পরে রিশাদকে খেলানোর আশ্বাস দিয়েছেন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। রংপুরের কাছে ৮ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে রিশাদকে নিয়ে কথা বলেছেন বাবুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাবুল বলেন, ‘হ্যঁা রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেলো। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।’ এছাড়া বিগ ব্যাশে না গিয়ে বিপিএলের জন্য রিশাদকে রেখে দিলেও কেন খেলানো হচ্ছে না এমন প্রশ্নের জবাবে বাবুল বলেছেন, ‘দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফাস্টর্। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। রাতের ম্যাচ ছিল, অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার।’ ২ ম্যাচের মধ্যে ১ জয়ে ২ পয়েন্ট তুলে টেবিলের ৪র্থ স্থানে রয়েছে ফরচুন বরিশাল।