বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

রিশাদের প্রশংসায় ফখর জামান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের এবারের আসরে খেলছেন বাংলার লেগি রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে লাহোরের অনেক ক্রিকেটারের মন জয় করে ফেলেছেন রিশাদ। এবার টাইগার লেগিকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের পাকিস্তানি ওপেনার ফখর জামান। সেই সাথে সর্বশেষ ম্যাচে রিশাদকে একাদশের বাইরে রাখার কারণও জানিয়েছেন তিনি। পিএসএলের এবারের আসরে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন রিশাদ। রিশাদের সমান ম্যাচ খেলে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও। সব মিলিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের মধ্যে ৮ম স্থানে রয়েছেন রিশাদ। সামনের কিছু ম্যাচে নিয়মিত সুযোগ পেলে আরও ওপরে ওঠার সুযোগ তো থাকছেই। একই দলের ক্রিকেটার হওয়ায় নেটে প্রায়ই রিশাদকে খেলতে হয়েছে লাহোরের ওপেনার ফখর জামানের। সেই অভিজ্ঞতা থেকেই এবার রিশাদকে দারুণ প্রতিভাবান বোলার হিসেবে আখ্যায়িত করেছেন ফখর। গণমাধ্যমের সাথে আলাপকালে রিশাদ প্রসঙ্গে ফখর বলেন, ‘রিশাদ দারুণ একজন প্রতিভা। আমি তাকে নেটে মোকাবেলা করেছি। সবাই তার অনেক প্রশংসা করে। সে ব্যাটও করতে পারে। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার। গত ম্যাচে সারফেসের কারণে সে খেলেনি কারণ আমাদের ব্যাটার বেশি দরকার ছিল। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার সে। আমার মনে হয় তার ভবিষ্যতও বেশ উজ্জ্বল।’ এছাড়া দলের খেলার প্রক্রিয়া প্রসঙ্গে ফখর জানান, ‘দল জিতবে দল হারবে। ক্রিকেট এমন খেলা যে আপনাকে জিততে হলে ভালো খেলতেই হবে। স্বস্তি এখনও আসেনি। তবে যে প্রক্রিয়ায় আগাচ্ছি তাতে খুশি, এভাবে এগিয়ে যেতে পারলে অন্য দলকে চাপে রাখা যাবে। হার জিত যেটাই আসুক প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে পারলেই আমরা খুশি।’ বোলার, উইকেট, বাউন্স এসব ব্যাপারে ফখর বলেছেন, ‘একেকজনের একেক মতামত থাকতেই পারে। কোনো না কোনো বোলারের খারাপ দিন যেতেই পারে। মাঝে মধ্যে বল বাউন্স পায় না। তবে ম্যাচে ১৭০—৮০ করে রান হচ্ছে। আমি মনে করি, ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানে এরকম ঘাসের উইকেট বানালে পাকিস্তানের ক্রিকেট আরও বেশি এগিয়ে যাবে। আমাদের বোলাররা ফর্মে আছে, পেসারদের উপর আমরা বেশি নির্ভর করি। ম্যাচে তারা কন্ডিশন বুঝে ভালো করতে (পারবে বলে আশা করছি), আমি এক্সাইটেড এবং ইনশাআল্লাহ ভালো করতে পারব।’ ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের ২য় স্থানে রয়েছে রিশাদদের লাহোর কালান্দার্স। পরবর্তী ম্যাচ আগামী ৩০ এপ্রিল, প্রতিপক্ষ টেবিল টপার ইসলামাবাদ ইউনাইটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com