সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রুবায়াইয়ার ফিফটির ‘হ্যাটট্রিক’ কলাবাগানের জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: জান্নাতুল ফেরদৌসের বলে দারুণ সুইপ শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারলেন রুবাইয়া। ¯্রফে ৩৬ বলে পৌঁছে গেলেন পঞ্চাশে। সতীর্থ প্রাথ্যুশা কুমারির সঙ্গে ব্যাট মেলানো ছাড়া কোনো উদযাপন করলেন না কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক। উচ্ছ¡াস খুব একটা প্রকাশ না করলেও রুবায়াইয়ার কীর্তি মোটেও ছোট নয়। পরপর তিন ইনিংসে করলেন ফিফটি। বিকেএসপির ৩ নম্বর মাঠে রুবাইয়ার হ্যাটট্রিক ফিফটির দিনে সিটি ক্লাবের বিপক্ষে ৮৮ রানে জিতেছে কলাবাগান। ২৩০ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব। চার ম্যাচে কলাবাগানের দ্বিতীয় জয় এটি। এক ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পাঁচ ম্যাচের সবকয়টি হেরেছে সিটি ক্লাব। দারুণ জয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন সবশেষ শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে অভিষেক হওয়া রুবাইয়া। ৯৩ বল খেলে ১১ চারে ৮৪ রানের ইনিংসে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০৪ বলে ৬৬ ও গুলশান ইয়ুথ ক্লাবের ম্যাচে ৫৫ বলে ৫০ রান করেন বাঁহাতি ওপেনার। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পায়নি রুবাইয়ার কলাবাগান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন রুবাইয়া। ১০ চারে পাওয়ার প্লের মধ্যেই ফিফটি স্পর্শ করেন তিনি। এরপর কিছুটা খোলসে ঢুকে পড়েন তিনি। পঞ্চাশের পর আরও ৫৭ বল খেলে ৩৩ রান নেন তিনি। চার মারেন ¯্রফে ১টি। কিপার-ব্যাটারের ফিফটির সঙ্গে জিন্নাত আরা অর্থির ৩২ ও বাকিদের ছোট ছোট ইনিংসে দুইশ পেরোয় কলাবাগান। রান তাড়ায় কখনোই তেমন সম্ভাবনা জাগাতে পারেনি সিটি ক্লাব। কামরুন নাহার ৩৪, তমালিকা সুমনা ২৩, জান্নাতুল ফেরদৌস ২০ রানের ইনিংস খেলে দলকে দেড়শ পার করান। ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন মুমতা হেনা। ফারিহা তৃষ্ণা ও মেহেরুন নেসা ধরেন ২টি করে শিকার।

সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.৫ ওভারে ২২৯ (রুবাইয়া ৮৪, অচেনা ৭, প্রাথ্যুশা ১০, আফিয়া ১৯, জিন্নাত ৩২, জুয়াইরিয়া ১২, লাখি ৯, মুমতা হেনা ১৫, কুলসুমা ১৩, ফারিহা ৯*, মেহেরুন ১; সুমা ৬-০-৪৮-১, জান্নাতুল ফেরদৌস ৬-০-৩৩-১, জান্নাতুল ফেরদৌসি ১০-০-৪৬-১, কোহিনুর ১০-০-৩৬-১, রুপা ১০-১-৩৪-২, তমালিকা ৭.৫-০-২৮-২)
সিটি ক্লাব: ৫০ ওভারে ১৬১/৯ (ফাতেমা ১, পিংকি ১৪, সাবিকুন ১৬, জান্নাতুল ফেরদৌস ২০, শিবানি ১৭, কামরুন ৩৪, তমালিকা ২৩, রুপা ১৫, সুমা ২, জান্নাতুল ফেরদৌসি ১*, কোহিনুর ১*; ফারিহা ১০-২-৩০-২, মেহেরুন ১০-২-৩০-২, মুমতা হেনা ১০-১-৩৫-৩, কুলসুমা ৮-০-২১-০, লাখি ২-০-৩-০, আফিয়া ১০-১-৩৭-১)
ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৬৮ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: রুবাইয়া হায়দার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com