বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ডাঃ এস এম আবু দাউদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার মাগরিব নামাজ বাদ সন্ধ্যা সাড়ে ৬ টায় নূরনগরস্থ চেম্বার সংলগ্ন ব্যবসায়ী বৃন্দের আয়োজনে চেম্বার সংলগ্ন চত্বরে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী, বাজার ব্যবসায়ী বৃন্দ, ডাক্তারবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ডাঃ এস এম আবু দাউদের স্মৃতিচারণ ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন উত্তর হাজিপুর টাউনপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল ওহাব, কাটুনিয়া রাজবাড়ী কলেজ মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ কামরুজ্জামান, মাওঃ আকছেদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর বাজার জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম। উলেখ্য কালীগঞ্জ উপজেলার রতনপুর নাটুয়ারবেড় গ্রামের মৃত কেরামত আলী সরদারের পুত্র ডাক্তার এস এম আবু দাউদ গত ১০ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত জনবহুল পত্রিকা দৈনিক দৃষ্টিপাত এর একজন প্রিয় পাঠক ও শুভাকাঙ্ক্ষী ছিলে।