এফএনএস স্পোর্টস: গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচও জিতে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিফলে গেলো রবি তেজার সেঞ্চুরি। তিন হাফ সেঞ্চুরিতে গাজী গ্রæপকে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ৪৯তম ওভারের প্রথম বলে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রæপ। জবাবে ৪৭.৪ ওভারে ৪ উইকেটে ২৮০ রান করে রূপগঞ্জ। এনিয়ে ছয় ম্যাচের সবগুলো জিতলো মাশরাফি মুর্তজার দল। আল আমিন হোসেন তার প্রথম দুই ওভারে তোপ দাগান। ১৪ রানে ৩ উইকেট হারায় গাজী গ্রæপ। এরপর মাহমুদুল হাসানকে নিয়ে তেজার ১১৫ রানের জুটিতে মান বাঁচে দলের। মাহমুদুল ৭৪ বলে ৫৫ রানে ফেরেন। এরপর অধিনায়ক আকবর আলী (২১) ও জুবারুল ইসলামকে (২০) নিয়ে দুইশ ছোঁন তেজা। ১১১ বলে ১০৩ রানে আউট হন এই ভারতীয় ব্যাটার। শেষ দিকে মোহাম্মদ এনামুল (২২) ও কাজী অনিকের (২৮) ব্যাটে আড়াইশ পার করে গাজী গ্রæপ। আল আমিন ৯.১ ওভারে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার। দুটি করে উইকেট নেন চিরাগ জানি ও সোহাগ গাজী। লক্ষ্যে নেমে দশম ওভারে ৫২ রানের মধ্যে দুটি উইকেট হারায় রূপগঞ্জ। তাতে সমস্যা হয়নি। সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগের হাফ সেঞ্চুরিতে সহজে জেতে তারা। সাব্বির ৬৬ রান করেন, চিরাগের ব্যাটে আসে ৫২ বলে ৬৮ রান। ইরফান ৭৭ রানে অপরাজিত ছিলেন। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন চিরাগ।