শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

রূপগঞ্জের ছয়ে ছয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচও জিতে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিফলে গেলো রবি তেজার সেঞ্চুরি। তিন হাফ সেঞ্চুরিতে গাজী গ্রæপকে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ৪৯তম ওভারের প্রথম বলে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রæপ। জবাবে ৪৭.৪ ওভারে ৪ উইকেটে ২৮০ রান করে রূপগঞ্জ। এনিয়ে ছয় ম্যাচের সবগুলো জিতলো মাশরাফি মুর্তজার দল। আল আমিন হোসেন তার প্রথম দুই ওভারে তোপ দাগান। ১৪ রানে ৩ উইকেট হারায় গাজী গ্রæপ। এরপর মাহমুদুল হাসানকে নিয়ে তেজার ১১৫ রানের জুটিতে মান বাঁচে দলের। মাহমুদুল ৭৪ বলে ৫৫ রানে ফেরেন। এরপর অধিনায়ক আকবর আলী (২১) ও জুবারুল ইসলামকে (২০) নিয়ে দুইশ ছোঁন তেজা। ১১১ বলে ১০৩ রানে আউট হন এই ভারতীয় ব্যাটার। শেষ দিকে মোহাম্মদ এনামুল (২২) ও কাজী অনিকের (২৮) ব্যাটে আড়াইশ পার করে গাজী গ্রæপ। আল আমিন ৯.১ ওভারে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার। দুটি করে উইকেট নেন চিরাগ জানি ও সোহাগ গাজী। লক্ষ্যে নেমে দশম ওভারে ৫২ রানের মধ্যে দুটি উইকেট হারায় রূপগঞ্জ। তাতে সমস্যা হয়নি। সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগের হাফ সেঞ্চুরিতে সহজে জেতে তারা। সাব্বির ৬৬ রান করেন, চিরাগের ব্যাটে আসে ৫২ বলে ৬৮ রান। ইরফান ৭৭ রানে অপরাজিত ছিলেন। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন চিরাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com