ডুমুরিয়া প্রতিনিধি \ রূপসা উপজেলার আইচগাটি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় ইকরাম হালদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ইকরাম খুলনা মহানগর জিয়া প্রজন্মের দলের সাংগঠনিক সম্পাদক এবং আইচগাতি গ্রামের জামাল হোসেনের পুত্র। তিনি ঢাকায় জুতার ব্যবসার সাথে জড়িত। আইচগাতি ক্যাম্প ইনচার্জ এস আই শরিফুল ইসলাম জানান গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে প্রাচীর টপকে ১০—১২ জনের একদল সন্ত্রাসী ইকরামের বাড়িতে প্রবেশ করে। তারা ইকরাম হালদারকে বেধড়ক মারপিট এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার ডান হাঁটুতে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। তাকে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন বা কাউকে গ্রেফতার করতে পারেনি। থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান দোষীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং কি কারনে এ ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখছে।