আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ নওয়াবেঁকী রূপালী ব্যাংক পিএলসি শাখায় শ্রেণীকৃত, পুনঃতফসিল ও অবলোপনকৃত ঋণ আদায়ের লক্ষ্যে শাখা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল চারটায় রূপালী ব্যাংকের অফিস রুমে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জোনাল অফিসের উপ—মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোল্যা মোঃ রেজাউল করিম, উপ—মহাব্যবস্থাপক (আদায়) মোঃ হামিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, নওয়াবেঁকী শাখার সিনিয়র অফিসার পবিত্র কুমার সরকার, সিনিয়র অফিস শুভ্র সরকার, অফিসার শেখ আরিফুর রহমান, সিনিয়র অফিসার মিঠুন কুমার মন্ডল প্রমূখ। এসময় বক্তারা ঋণ গ্রহীতার কাছ থেকে বিভিন্ন শ্রেণীর ঋণের টাকা আদায় সম্পর্কে বিভিন্ন পরামর্শ মূলক বক্তৃতা প্রদান করেন।